সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে সার ও বীজ মনিটরিং সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে মৌসুমে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজলো নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও দপ্তরের এসএপিপিও সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, জিল্লুর রহমান, আব্দুল হক আবু, আব্দুস ছালাম, গোলাম মোস্তফাসহ উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা। সভায় কৃষকদের মাঝে সুষ্ঠভাবে সার বিতরণ ও ন্যায্যমূল্যে প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করণ এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ | সময়: ৭:২৯ অপরাহ্ণ | সানশাইন