সর্বশেষ সংবাদ :

রাসিকের নারী কাউন্সিলরের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর লাইলী বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার ভোর ৪টায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বাজে কাজলা ফুলতলা এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নারী কাউন্সিলর লাইলী বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও কিডনী রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর কাজলা সাকোপাড়া ঈদগাহ মাঠে লাইলী বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর কাজলা সাকোপাড়া গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
কাউন্সিলর লাইলী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ