সর্বশেষ সংবাদ :

পবায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ও এনজিও সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এসময় অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন।
ইউসেপ প্রতিনিধি ও উপজেলা এনজিও সমন্বয়কারী শ্যামল ঢালী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরপর এনজিও বিষয়ক সমন্বয় সভায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষে জাহাঙ্গীর আলম ও বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান চলমান কার্যক্রম উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএমইএস’র প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, লফস এর প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান সুমন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা’র পরিচালক রাজিয়া সুলতানা, পবা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, আশার প্রদীপ সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা জেসমিন, মানব সেবা অভিযান’র শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, গে¬াবাল ওয়ান’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আহসান হাবিব, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শাখা ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন, বুরো বাংলাদেশ শাখা ব্যবস্থাপক আতাউর রহমান, আশ্রয় শাখা ব্যবস্থাপক আব্দুর রহমান, ডিজ্যাবিলিটি ইনক্লুশন ফ্যাসালিটেটর লাইট ফর দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ব্র্যাক প্রতিনিধি মমতাজ খাতুন, ওয়েব ফাউন্ডেশন প্রতিনিধি নাদিম হোসেন, বাইস প্রতিনিধি আসির উদ্দিন, কারিতাস বাংলাদেশ প্রতিনিধি নিত্য দেব শর্মা, নির্বাহী পরিচালক ডেভিড রিচার্ড মুর্মু, স্নেহ স্নেহনীড় প্রতিবন্ধী হাউজ প্রতিনিধি সিস্টার শিউলি দাস, শান্তি রানী হাউজ সিস্টার শান্তি মুর্মু।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২ | সময়: ৬:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ