বড়াইগ্রামে কৃষকের দুইটি গরু চুরি

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইটের দেয়ালের গোয়াল ঘর ভেঙ্গে প্রায় দুই লক্ষ টাকা দামের দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাত তিনটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানায় চুরির মামলা করেছে ক্ষতিগ্রস্থ কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আটঘড়িয়া গ্রামের বাসিন্দা।
সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত রোববার রাত দেড়টার দিকে গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে যাই। রাত ৩টার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু নাই। পরে গোয়াল ঘরের পেছনে গিয়ে দেখা যায় ইটের দেয়াল ভেঙ্গে গরু চুরি করে নিয়ে গেছে। অনেক খোজাখুজির করেও পাওয়া যায় নাই।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। গরু ্ আশা করা যায় অতি উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ্উদ্ধার ও চোর আটক করতে সক্ষম হবো।


প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ