আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী আসছেন

তথ্যবিবরণী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, এমপি তিনদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার রাজশাহী আসবেন। বিকাল তিন’টায় তিনি সড়কপথে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে পৌঁছবেন। বিকাল চার’টায় বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরের দিন শুক্রবার সকাল নয়’টায় ক্ষ্যাপা বাবার আশ্রমে এবং সাড়ে দশ’টায় নারায়ণপুর দুর্গামন্দিরে ‘শুভ জন্মাষ্টমী’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে বেলা সাড়ে এগারো’টায় চারঘাট কেন্দ্রীয় কালী মন্দিরে ‘শুভ জন্মাষ্টমী’র অপর একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বিকাল চার’টায় চক রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার সকাল সাড়ে দশ’টায় রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা সাড়ে এগারো’টায় কালুহাটী উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকাল চার’টায় সরেরহাট আব্দুল গণি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ছয়’টায় সরেরহাটে নবনির্মিত ‘গড়গড়ি শেখ রাসেল শিশু পার্ক’ উদ্বোধন করবেন। এদিন বিকাল সাড়ে ছয়’টায় প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।


প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ