আদমদীঘিতে চোলাই মদ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫ লিটার দেশীয় চোলাই মদ ও ১০০ পিস নেশা জাতীয় দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে মোঃ মামুন (৩৮) ও আদমদীঘির তালশন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মামুন (৪০)। শুক্রবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে এক ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রি করছিলো। এমন তথ্য পেয়ে ঘটনাস্থল থেকে ৫ লিটার দেশীয় চোলাই মদসহ ধৃত মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। অপরদিকে শুক্রবার বেলা ১২ টায় তালশন গ্রাম থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন(৪০) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক স্থান থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ১২, ২০২২ | সময়: ৬:০০ অপরাহ্ণ | সানশাইন