সর্বশেষ সংবাদ :

নাচোলে বীরমুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জালাল উদ্দিন (৭২) নামের বীরমুক্তিযোদ্ধার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নাচোল মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যবৃন্দরা।
বুধবার সকাল ১০টা থেকে নাচোল বাসস্টান্ড মোড়ে আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, মোশারফ হোসেন ও বীরমুক্তিযোদ্ধা ইসরাইল হক সেন্টু প্রমূখ।
উল্লেখ্য, একটি খাসপুকুরের লীজের টাকা নিয়ে একই এলাকার সাইফুল, বাবলু, জিন্নাত ও শুকুরের সঙ্গে বিরোধ চলছিলো বীরমুক্তিযোদ্ধা জালালের।
এই জেরে গত ৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী কলেজপাড়ায় হামলার শিকার হন বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা। বীরমুক্তিযোদ্ধা জালাল নাচোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, ঘটনার দিনই মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। আমি ঘটনার দিনই চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধাকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি।


প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ