সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

পত্নীতলা প্রতিনিধি

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা আদিবাসি নেতৃবৃন্দের আয়োজনে ঐতিহাসিক দিবরদিঘী এলাকায় বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত।

 

মঙ্গলবার দিবস উদযাপন কমিটির সভাপতি সুধীর তির্কীর সভাপতিত্বে দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জতিন টপ্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, চানপুকুর মিশনের পাল পুরোহিত রেভাঃ ফাদার বেলসারিও সিরো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার ওসি (তদন্ত) অর্পণ কুমার দাস, দিবর ইউপি আওয়ামীলীগের সভাপতি হারুন-অর রশিদ, সাঃসম্পাদক রেজোয়ান আলী।

 

এসময় উপস্থিত ছিলেন দিবস উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক লুইস সরেন, বেসরকারী এনজিও সংস্থা আশা প্রকল্প রাজশাহী অঞ্চল জে.পি.ও ফুলজেন সিউস মার্ডী, আশার প্রকল্প’র এরিয়া ম্যানেজার হোসান্না হাঁসদা, এ.সি.এল এরিয়া ম্যানেজার রিন্টু মারডী, ডেসকো এলাকা সমন্বয়কারী রাবেয়া সরকার, দ্য হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী হারুনুর রশিদ, চানপুকুর মিশনের সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।

আলোচনা সভা শেষে আদিবাসী ছেলে-মেয়েদের অংশগ্রহনে মনোঙ্গ এক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: আগস্ট ১০, ২০২২ | সময়: ২:০৯ অপরাহ্ণ | Daily Sunshine