বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাড়ে ৩ গ্রাম হেরোইনসহ হযরত আলী (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়রত আলী উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত ছোলেমান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী হয়রত আলী তার বসত বাড়ির সামনে নেশা জাতীয় দ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো এমন তথ্যের ভিত্তিতে যেখানে অভিযান চালানো হয়। অভিযানে তার পরিহিত লুঙ্গির ভ্যাজে একটি ডার্বি সিগারেটের খালি প্যাকেটের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উক্ত পরিমান হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে নগদ ১১,৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, হয়রত আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার স্ত্রী আঙ্গুয়ারা (৪২) তাকেও মামলার আসামী করা হয়। তার স্ত্রী পালাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।