সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে দেশীয় চোলাই মদসহ বিক্রেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে

৫ লিটার দেশীয় চোলাই মদসহ মাসুদুল ইসলাম মামুন (৩৬) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার শিবপুর জনৈক আব্দুর রশিদের এস আলম প্লান্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান,
এদিন দুপুরে উপজেলার শিবপুর জনৈক আব্দুর রশিদের এস আলম প্লান্টেশনের সামনে কাঁচা রাস্তার উপরে দেশীয় চোলাই মদ বিক্রির উদ্দেশ্য অবস্থান করছিলো মাসুদুল ইসলাম মামুন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যহহৃত একটি সাদা শপিং ব্যাগের ভিরতে থেকে ৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় মাসুদুল ইসলাম মামুনকে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৮, ২০২২ | সময়: ১:১৩ অপরাহ্ণ | সানশাইন

আরও খবর