সর্বশেষ সংবাদ :

রাবির বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ

স্টাফ রিপোর্টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের জন্য ৫টি করে আসন সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সংরক্ষণ উদ্যোগের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামসহ ফিজিক্যাললি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৃথক ৫টি করে বিশেষ আসন বরাদ্দ থাকবে।
এর আগে গত বছর ৫ ডিসেম্বর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দাবিদাওয়া উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেটে গৃহীত বেশ কয়েকটি সিদ্ধান্তের অংশ হিসেবে বাসে আসন সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। এছাড়াও ভবনগুলোতে মূল প্রবেশপথে সিড়িতে র‌্যাম্প প্রস্তুত করা; আবাসিক হলের নিচতলায় ১ম বর্ষেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকার নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় প্রতি ঘন্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করার সিদ্ধান্ত বাস্তবায়নেও কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৮:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ