খাড়ির পানিতে ডুবে বৃদ্ধ কৃষকের মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিতে পানি দেওয়ার সময় বিশুক্ষেত্র হাজারদিঘীর খাড়িতে ডুবে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বেল দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম নজরুল ইসলাম (৬২)। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের বাসিন্দা মৃত হারুনুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক হারুনুর রশিদ গোমস্তাপুর ইউনিয়নের বিশুক্ষেত্র হাজারদিঘী খাড়ি সংলগ্ন এলাকায় মসজিদের জমি চাষাবাদ করে থাকেন। সকালে ওই জমিতে পানি দিতে যান তিনি। ওই সময় খাড়ির থেকে পানির লাইন ছেড়ে দিতে এসে তিনি স্রোতের কবলে পড়েন।
পরে ওই এলাকার স্লুইসগেট পার হলে স্থানীয় বাসিন্দারা তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বিলের পাড়ে নিয়ে আসেন। পরবর্তীতে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর