সর্বশেষ সংবাদ :

শেখ হাসিনা স্টেডিয়ামের নকশার দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ান কোম্পানি

স্পোর্টস ডেস্ক: অনেকদিন ধরেই আলোচনায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চলতি বছর উদ্বোধনের কথা থাকলেও এখনও কাজই শুরু করতে পারেনি বিসিবি। অবশেষে শেষ হলো অপেক্ষার দীর্ঘ প্রহর, অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস প্রাইভেট লিমিটেডকে স্বপ্নের এই স্টেডিয়ামের নকশা করার দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। পপুলাসের পাশাপাশি দুটি কোম্পানি এই স্টেডিয়ামের কাজ করতে আগ্রহী ছিল। তাদের প্রত্যেকেরই আছে লর্ডস, এমসিসি, পার্থের মতো অত্যাধুনিক স্টেডিয়ামে কাজ করার অভিজ্ঞতা।
দু’টো কোম্পানিকেই ভালো লেগেছিল বিসিবির। কয়েকদিন আগে এ নিয়ে পাপন বলেছিলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের জন্য দুটি কোম্পানি এখানে এসেছে। ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা যোগ্যতাসম্পন্ন। তারা নিজেদের প্রেজেন্টেশন দেখিয়েছে। এগুলো আমরা দেখেছি, দুটি কোম্পানির প্রেজেন্টেশনই আমাদের কাছে ভালো লেগেছে।’
২০১৮ সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখানে আয়োজন করতে চান বিসিবি বস। পাপন বলেছিলেন, ‘কনস্ট্রাকশনের কাজটা কারা তাড়াতাড়ি করতে পারবে, এটা বের করতে পারলে ওইখানে (শেখ হাসিনা স্টেডিয়াম) ফাইনাল ম্যাচটা আয়োজন করতে পারলে ভালো হয়। সেই টার্গেট নিয়ে আমরা নামব। অন্যথায় বিকল্প জায়গা তো আছেই।’


প্রকাশিত: আগস্ট ৬, ২০২২ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ