সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর পৌরশহরে অবস্থিত ‘তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (টিবিএম) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অসীম কুমার সরকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ও ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) নির্বাচিত হয়েছেন একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া খাতুন।
‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২’ উপলক্ষে বৃস্পতিবার তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও তানোর পৌরসভা টিবিএম কলেজের সভাপতি পংকজ চন্দ্র দেবনাথ নির্বাচিত অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাাননা সনদ ও ক্রেষ্ট তুলে দেন।