চুয়াডাঙ্গার সীমান্তে ৮০ হাজার ডলার জব্দ

সানশাইন ডেস্ক: দর্শনার ফুলবাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ডলার পাওয়া যায়। চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বুধবার দর্শনার ফুলবাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ডলার পাওয়া যায় বলে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান।
বিকালে চুয়াডাঙ্গা বিজিবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্নেল ইশতিয়াক জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা বেলা ১১টায় সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের কাছে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালালে এক ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। “পালিয়ে যাওয়া অজ্ঞাত সেই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে চলে যায়। ব্যাগটি তল্লাশি করে তাতে ৮০ হাজার ইউএস ডলার পান বিজিবি সদস্যরা।”
বিজিবি পরিচালক আরও বলেন, এই ডলার বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর