চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনার সংক্রমণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে হটাৎ করে উদ্বেগজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বেশ কিছুদিন থেকে নমুনার পরীক্ষায় ৩-৪ জন করে করোনা শনাক্ত হলেও এবার একদিনে নতুন করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

৫২ জনের নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে নতুন শনাক্ত ১৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, করোনার শুরু থেকে গত ১ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৭৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮৩৩ জনের। তাদের মধ্যে সুস্থ হন ৬ হাজার ৬৩৯ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৬৭৯ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে।
বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ২৪ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি আছেন ৪ জন। বাকিরা সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: আগস্ট ২, ২০২২ | সময়: ৯:৫১ অপরাহ্ণ | Daily Sunshine