সর্বশেষ সংবাদ :

রুয়েটে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট)-এ ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে “চতুর্থ শিল্প বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা” শীর্ষক ২৭-২৮ জুলাই দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
বুধবার এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিকাল সাড়ে ৫ টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে শুভে”ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআইসিটি প্রভাষক আফসানা আফরিন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক,শিক্ষার্থী প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মশালায় কিনোট সেশন, পোষ্টার প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতা সহ নানা রকম সেশন অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দুই দিনব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ