পুঠিয়ায় চালের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃচালের বাজার নিয়ন্ত্রণে পুঠিয়া উপজেলার বিভিন্ন চালের আড়ত ও চালকলে অভিযান পরিচালনা করছে ভোক্তা-অধিকার অধিদপ্তর রাজশাহী, বাজার তদারকি দল। মঙ্গলবার(২১জুন) দুপুরে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কয়েকটি চাউলকলে অভিযান পরিচালিত হয়েছে।

ভোক্তা-অধিকার অধিদপ্তর রাজশাহী জেলার সহঃ পরিচালক মোঃ মাসুম আলী নেতৃত্বে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের ভোক্তা-অধিকার আইনের ৪৫ ধারা ভংগের দায়ে ১০,০০০+৫,০০০/-= ১৫,০০০/টাকা জরিমানা আরোপ/আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাফিজ, নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান দল জানিয়েছেন ।


প্রকাশিত: জুন ২১, ২০২২ | সময়: ৩:৩২ অপরাহ্ণ | সানশাইন