চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাতায়াতকারী বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক কমিটি। এ সময় জেলার সকল রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি করেন।

গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহম্মেদ বাশদা, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, ডাবলু কুমার ঘোষ, নাগরিক কমিটির উপদেষ্টা এ্যাড.সাইদুল ইসলাম, এ্যাড. আবু হাসিব, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম পিন্টু, চাঁপাইনবাবগঞ্জ সাধারন পাঠাগারের সাধারণ সম্পাদক আতিক আহমেদ ফরিুক, কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুল মজিদ।

সমাবেশে বক্তারা চাঁপাইনবাবগঞ্জে করোনার সময় বন্ধ হয়ে যাওয়া ৫৬৩-৫৬৪ নং ট্রেন ও সাটল- ১, সাটল-২ সাটল-৩, সাটল-৪ ট্রেন চালুসহ জেলার সকল রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: মে ৩০, ২০২২ | সময়: ৯:১৯ অপরাহ্ণ | Daily Sunshine