সর্বশেষ সংবাদ :

সমুদ্রে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

সানশাইন ডেস্ক: ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানের’ মধ্যেই এবার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বারেন্টস সাগর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বেত সাগরের লক্ষ্যে আঘাত হানে, শনিবার এমনটিই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাদের প্রকাশ করা ভিডিওতে একটি জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে তীব্র গতিতে আকাশপথে ছুটতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির ৯ গুণ গতিতে ছুটে যেতে পারে। রাশিয়া এর আগেও জাহাজ ও ডুবোজাহাজ থেকে জিরকনের পরীক্ষা চালিয়েছিল।
ফেব্রুয়ারিতে শুরু করা ইউক্রেইন অভিযানে রাশিয়া ব্যাপক সৈন্য ও সরঞ্জাম হারালেও তারা তাদের হাই-প্রোফাইল ক্ষেপণাস্ত্রগুলোর প্রদর্শনী চালিয়ে গেছে; ক্ষেপণাস্ত্রের বেলায় তারা যে অন্য সবার চেয়ে এগিয়ে, তাও বিশ্বকে বারবার বুঝিয়ে দিচ্ছে। গত মাসে তারা পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাতেরও সফল পরীক্ষা চালিয়েছিল। সারমাত ১০ বা তারও বেশি ওয়ারহেড বহনে এবং যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শিগগিরই মোতায়েন হতে যাচ্ছে বলে রাশিয়ার কর্মকর্তারা ঘোষণাও দিয়েছেন।


প্রকাশিত: মে ৩০, ২০২২ | সময়: ৫:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ