পবায় এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পবায় উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
এনজিও বিষয়ক সমন্বয় সভায় চলমান কার্যক্রম ও ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাক এর উক্ত কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান ও কৌসিক বিশ্বাস সাগর। চলমান কার্যক্রম উপস্থাপন করেন বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, গাক এর শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, কারিতাস বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান ও লফস এর প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান সুমন।
এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে চার জন প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, সমাজসেবা অফিসের প্রতিনিধি ইয়াকুব আলীসহ উপজেলায় পরিচালিত বিভিন্ন জিও এবং এনজিওর প্রতিনিধিগণ।


প্রকাশিত: মে ২৬, ২০২২ | সময়: ৩:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ