শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আম বোঝাই পিক ভ্যান ও হানিফ পরিবহনের মুখোমুখী সংঘর্ষে শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
নিহত সাগর নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হিলি- জয়পুরহাট সড়কের বাগজানার মাস্টার পাড়া( দক্ষিনপাড়া) নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পাঁচবিবির মহিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবির থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানশাইন / শামি