বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংডায় সোমবার নৌকা থেকে দীঘির পানিতে পড়ে জুনাইদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জুনাইদ ইটালি ইউনিয়নের শালমাডা গ্রামের জনৈক আব্দুস সালামের ছেলে।
এলাকাবাসীরা জানান, সোমবার দুপুর বারোটার দিকে শালমাড়া গ্রামের একটি দিঘিতে নৌকা নিয়ে দিঘির মাঝখানে গেলে হঠাৎ করে নৌকা থেকে পানিতে পড়ে যায় জুনাইদ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জুনাইদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।