রাজশাহী সদরে কাঁচি , জেলায় পাঁচটিতে নৌকা জয়ী


স্টাফ  রিপোর্টার : 

অবশেষে থামলো নির্বাচনী কার্যক্রম। শেষ হল দ্বাদশ সংসদ নির্বাচন। একটি আসনের প্রার্থী মারা যাওয়ায় ২৯৯ আসন নিয়ে এবার ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার রাজশাহী জেলায় ৬টি আসনে পুরাতন মুখ হিসেবে পুনরায় জিতেছেন নৌকা প্রতীকের তানোর-গোদাগাড়ী (১) আসনে ওমর ফারুক চৌধূরী এমপি, ও চারঘাট-বাঘা(৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া নতুন মুখ নৌকা প্রতীকের পবা-মোহনপুর (৩) আসাদুজ্জামান আসাদ ও বাগমারা (৪) আসনের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিরতি দিয়ে আবারো নৌকার মাঝি হয়েছেন পুঠিয়া- দুর্গপুর (৫) আসনে আব্দুল ওয়াদুদ দারা। সবচেয়ে বড় চমক ছিল রাজশাহী সদর আসনে (২) স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে ভোটে অংশ নেয়া অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি হারিয়েছেন ১৪ দলীয় জোটের প্রার্থী নৌকা প্রতীকের পরপর তিনবার এ আসনে এমপি হওয়া বাংলাদেশের ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক ফজলে হোসেন বাদশাকে।

 

 

এবার নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তারা স্বাভাবিক ভাবেই। পুঠিয়া -দুর্গাপুর ছাড়া কোন আসনেই জয়ী প্রার্থীর বিপক্ষে তীব্র লড়াই করতে পারেননি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা।

 

রাজশাহী ( ১) আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯৩ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট। নায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ট্রাক প্রতীকে মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

 

 

রাজশাহী-২ (সদর) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন কাঁচি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের ফজলে হোসেন বাদশা। তিনি পেয়েছেন ৩১ হাজার ৪৬০ ভোট।

 

 

রাজশাহী ৩ আসনে বেসরকারী ফলাফলে আসাদুজ্জামান আসাদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১৫৪৯০৯,তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীক আব্দুস সালাম খান পেয়েছেন মাত্র ৫২৭৪ ভোট।

 

রাজশাহী ৪ আসনে ( বাগমারা) অধ্যক্ষ আবুল কালাম আজাদ(নৌকা) প্রতীক নিয়ে এক লাখ সাত হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে রাজশাহী-৪ বাগমারা আসনের এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি (কাঁচি) প্রতীক নিয়ে -৫৩ হাজার ৮১২ ভোটে পেয়েছেন।

 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আসনটিতে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওবায়দুর রহমান (ঈগল)। বেসরকারী ফলাফলে দেখা গেছে এ আসনে নৌকার প্রার্থী দারা পেয়েছেন ৮৬৯১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৮৩৮৬২ ভোট।

 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ২৭ হাজার ৩শত ২১ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি। তিনবারের এমপি  ১ লক্ষ ১ হাজার ৫শত ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক এমপি রাহেনুল হক, কাঁচি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৪ হাজার ২শ ৭৮।

রাজশাহীতে অত্যন্ত শান্তির্পর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো বেশ জোরালো। ফলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়ায় শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচন ।

 


প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ | সময়: ১১:০৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর