শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে হাসান আলী (১৭) নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে তার অটোরিক্স ছিনতাই করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের সাবইল মোড়ের পাশের বোরো ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। হাসান আলী উপজেলার খাজুর ইউনিয়নের কোর্দ্দকালনা গ্রামের আহাদ আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত গত শনিবার সকালে হাসান আলী ভাড়ায় চালানোর জন্য তার অটোরিক্সা নিয়ে বের হয়ে বাড়ি ফিরেনি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আযম মাহমুদ জানান, তার অটোরিক্সাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।