পুঠিয়ায় রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে কর্মচারীর মৃত্যু

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলায় বিদ্যুৎ সংযোগকালে নৌকা নাগরদোলার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। কর্মচারীর নাম ফাইছাল হোসেন(১৬)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুঠিয়া রাজবাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত ফাইছালের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগরপাড়া এলাকায়। তবে তার বাবার নাম জানাতে পারেননি নৌকা নাগরদোলার কর্ণধার আকরাম হোসেন।আকরাম হোসেন বলেন, দু’ দিন পর পুঠিয়া রাজবাড়ি মাঠে রথের মেলা শুরু হবে। আমার নাগরদোলার মন্ঞ্চ তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ফাইছাল অসাবধানতার কারনে বিদ্যুতায়িত হয়। তাকে দ্রুত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইছালের মৃতদেহ রাতেই তার বাড়িতে পাঠানো হয়েছে।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত একজনকে জরুরি বিভাগে এনেছিল তার লোকজন। পরে তাকে নিয়ে গেছে তারা।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তার আগেই মৃত ব্যক্তিকে হাসপাতাল থেকে তাদের স্বজনরা গ্রামের বাড়ী নিয়ে গেছেন।


প্রকাশিত: জুলাই ১, ২০২২ | সময়: ১০:০৮ অপরাহ্ণ | সানশাইন