শুক্রবার, ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই সরকার, সদর ইউএনও রাসেদুল হাসান, সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীরেন্দ্রনাথ রায়।
প্রাণিসম্পদ মেলায় ৪০জন খামারী তাদের স্টলে সুস্থ্য ও স্বাস্থ্যবান বিভিন্ন প্রাণি প্রদর্শনের ব্যবস্থা করেছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীর আয়োজন করা হয়।