বড়াইগ্রামে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চালককে হাত ভেঙ্গে দিয়ে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাইয়ে চেষ্টা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কের ফিডার রোডের চকপাড়া এলাকায় এঘটনা ঘটে। চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালকের নাম মুজিবর রহমান (৬০)। তিনি উপজেলা তালশো হাটপাড়া এলাকার মৃত নজীর উদ্দিনের পুত্র।
মুজিবর রহমান বলেন, সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহসড়কের ফিডার রোডরের মানিকপুর মোড়ে ভ্যান নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে ছিলাম। মোড়ে অপর প্রান্ত রয়না ভরটের দিক থেকে একজন লোক লক্ষ্মীকোল বাজারে যাওয়ার কথা বলে ভ্যানে উঠে। মানিক পুর-রাজ্জাক মোড়ের ফাকা যায়গায় পৌছালে লোহার হাতুড়ি দিয়ে আমার ডান হাতে আঘাত করলে ভ্যান থেকে পরে গিয়ে চাকার সাথে আটকে যাই। আমার সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে দুটি অটো রিক্সা আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমি দেখলে ছিনতাইকারীকে চিনতে পারব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎষক ডলি রানী বলেন, আহত ভ্যান চালকের হাত ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎষার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছ।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ