বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক মাহবুবুর রশীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা।