বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক;
দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে গেছে । সেটিতে দ্রুতগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় । এ দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় ।
আজ বুধবার ৫ জানুয়ারি ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে ।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার জিয়াউর রহমান গনমাধ্যম কর্মীদের বলেন, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটিতে ছিল। তাই ভোরে ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল।
একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে পড়েন । ঘন কুয়াশা থাকায় ট্রাকটি দেখা যায়নি। পরে ট্রেনটি বালুর ট্রাককে ধাক্কা দেয় ।
এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে । এ ঘটনায় ট্রেনের পেছনের ৪টি বগি উল্টে যায় ।দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।