সর্বশেষ সংবাদ :

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে

ঢাকা অফিস: সার্চ কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। সচিব বলেন, ‘সরকার একটি সার্চ কমিটি গঠন করেছে। আজই প্রথম মিটিং ছিল। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ২৪ তারিখ পর্যন্ত যেহেতু আরও ১৫টি কার্যদিবস আছে, তার আগেই এটা (নির্বাচন কমিশন) করে দেওয়া হবে। যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকেও আমরা প্রস্তাবনা চাইবো।’ তিনি আরও বলেন, ‘এর বাইরেও আগ্রহী কেউ তার সিভি কিংবা আবেদন জমা দিতে পারবেন।’ এ ছাড়া কমিটি আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নিজেরা একটি বৈঠক করবে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। পরের সপ্তাহে শনি ও রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আরও দুটি বৈঠকের কথা জানান সচিব। ওই দুই বৈঠকে সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতও নেওয়া হবে বলে জানান তিনি। শনিবার ও রবিবারের বৈঠকের পর কমিটি সবার মতামতের পরিপ্রেক্ষিতে আইন ও অন্যান্য বিষয় দেখে যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম নির্বাচন করবে। ১৪ তারিখ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটাও আমরা বিবেচনায় রেখেছি। ২৪ তারিখ পর্যন্ত সময় আছে। এরমধ্যেই করবো। রাজনৈতিক দলের কাছে আমরা নাম চাচ্ছি। তাদের সঙ্গে বসা হচ্ছে না। ওয়েবসাইটে আমরা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। সেখানে তারা প্রস্তাব পাঠাতে পারবেন।’ ১০ জনের তালিকা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে জনসম্মুখে আনা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির এই বৈঠক শুরু হয়। বৈঠকটি ডাকেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২ | সময়: ৮:১৩ অপরাহ্ণ | সুমন শেখ