শুক্রবার, ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগির মা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষনের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত সোমবার বিকেলে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে খলিলুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। আর ঘটনার পর ভুক্তভোগির পরিবারকে মারধর করায় আরও দুইজনকে অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্তদের আটকের চেস্টা চলছে। অপরদিকে ভুক্তভোগি ওই কিশোরীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি রাখা হয়েছে।
গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খলিলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ ১২ বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর এ ঘটনায় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগি কিশোরীর বাবাসহ পরিবারের অন্তত ১০ জন আহত হয়।