সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা কার্যালয়ের মাধ্যমে রাজস্ব খাতের আওতায় পরিচালিত ২০২১-২২ অর্থ বছরে সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবা মুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ও যুব ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার, মির্জা ইমাম উদ্দীন। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়াজন করে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলয়াস তুহীন রেজা ও শাহনাজ আকতার নাইস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ২৩ জন যুবদের মাঝে ১১ লাখ ১৬ হাজার টাকার ঋণ বিতরণ করেন।