সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে শিশুর জন্মনিবন্ধন করলে পোশাক উপহার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শিশু জন্মের শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পোশাক উপহার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মাঝগাঁও ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করা শিশুর অভিভাবকের হাতে কার্ড ও শীতের পোষাক তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম ও সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনসারী উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মারিয়াম খাতুন বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণে পোষাক উপহার দেয়ার এ কার্যক্রম চালু করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নেই নির্ধারিত বয়সের মধ্যে জন্মনিবন্ধন করা শিশুদের এ উপহার দেয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর