সর্বশেষ সংবাদ :

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতিতে প্রথমবার ভারতের সঙ্গে শান্তি চাওয়া হয়েছে, ১শ বছরের শত্রুতা নয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার ওই নীতি ঘোষণা করেন যেখানে ভারতের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা, স্বাভাবিক বাণিজ্য স্থাপনের কথা বলা হয়েছে। দেশটির ৫ বছরের এ নয়া নীতিতে ভারতের সঙ্গে কাশ্মীরের সঙ্গে চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হয়েছে।  ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি কর্মকর্তারা দেশটির ভারত নীতির কিছু অংশ প্রকাশ করে বলেন, উভয় দেশ চায় বাণিজ্য ও সম্পর্ক বৃদ্ধি করতে। তারা বলেন অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই নতুন নীতির প্রধান দিক। তারা এও বলেন, ভূ-অর্থনীতির মানে এই নয় যে আমরা আমাদের ভূ-কৌশলগত এবং ভূ-রাজনৈতিক স্বার্থকে উপেক্ষা করি।


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ | সময়: ৪:২১ অপরাহ্ণ | সুমন শেখ