চা খাওয়ার জন্য প্রার্থী বাছাইয়ে ঘুষ নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা

সানশাইন ডেস্ক:প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার হোমনা উপজেলার নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীর বিরুদ্ধে ।

বৃহস্পতিবার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ করে টাকা আদায় করছেন মুরাদনগর উপজেলার তিন ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদী । এরইমধ্যে টাকা আদায়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বেশ কয়েকজন প্রার্থী বলেছেন, দরজা বন্ধ করে রিটার্নিং অফিসার বিল্লাল মেহেদী একজন করে রুমে নিয়েছেন। এতে যাত্রাপুর , বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম এই তিন ইউনিয়নে চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনে মোট প্রার্থী রয়েছেন ১৪৪ জন। এক নারী প্রার্থী টাকা দিতে না চাইলে তাকে রুম থেকে বের করে দেন ওই কর্মকর্তা ।

বিষয়টি স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী ফোনে জানান, চা-নাস্তা খাওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধে নিয়েছেন ।

ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচন ৩১শে জানুয়ারি। ভোট গ্রহণ হবে মুরাদনগর উপজেলায়। ৬ই জানুয়ারি ছিল প্রার্থীতা বাছাইয়ের দিন ।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ | সময়: ১০:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ