সর্বশেষ সংবাদ :

অবশেষে বন্দিদশা থেকে মুক্ত সৌদি রাজকুমারী বাসমাহ

দীর্ঘ তিন বছর পর হাই সিকিউরিটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন সৌদির রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ। একইসঙ্গে তার কন্যাও বন্দিদশা থেকে মুক্তি পেলো। ২০১৯ সালের মার্চ থেকে সৌদির কারাগারে বন্দি ছিলেন রাজকুমারী বাসমাহ। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। কোন অপরাধে রাজকুমারী এবং তার মেয়ে সৌদকে কারাগারে বন্দি রাখা হয়েছে তা অজানাই রয়ে গেছে। মানবিক এবং সাংবিধানিক সংস্কারের সম্পর্কিত কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজকুমারী বাসমাহর পরিবার ২০২০ সালে জাতিসংঘের বরাবর এক চিঠিতে উল্লেখ করে যে, সৌদির সরকারের সমালোচনার জন্য তাকে বন্দি করা হয়। মুক্তি এবং চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে সৌদির বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে চিঠি লিখেন ৫৭ বছর বয়সী বাসমাহ। কোনও অপরাধ করেননি বলেও চিঠিতে জানান তিনি। কী ধরনের শারিরীক জটিলতায় ভুগছেন তা উল্লেখ করেনি এই রাজকুমারী। প্রিন্সেস বাসমাহ সৌদির বাদশাহ কিং সৌদ-এর কনিষ্ঠ কন্যা। ১৯৫৩ থেকে ১৯৬৪ পর্যন্ত সৌদি আরবে শাসন করেন বাদশাহ সৌদ।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ২:১১ অপরাহ্ণ | সুমন শেখ