সর্বশেষ সংবাদ :

মধ্যরাতে ফানুস থেকে দেশের ২০০ স্থানে অগ্নিকাণ্ড

সানশাইন ডেস্ক :ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে ।

প্রায় অর্ধশতাধিক স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যায়। রাজধানী ঢাকার ৬ টি স্থানে ফায়ার সার্ভিস কাজ করছে ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গনমাধ্যমকে জানান, বর্তমানে ঢাকার ৬ টি স্থানে আগুনের সংবাদ এসেছে । এগুলো হচ্ছে মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, তেজগাঁও, ডেমরা ও সূত্রাপুর। এছাড়াও উত্তরা, ধানমন্ডি, রায়েরবাগে আগুনের ঘটনা ঘটে ।

তিনি আরো বলেন, ঢাকা শহরে ফায়ার সার্ভিসের মোট ৭টি স্টেশন থেকে কাজ হচ্ছে। অধিকাংশ আগুন বাসার ছাদে, উত্তরায় গাড়িতে, গ্যাসের লাইনে, ময়লায় লাগে । সূত্রাপুরের ছাদের আগুনটিতে ২টি ইউনিট কাজ করছে ।

বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত।


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ | সময়: ৯:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ