বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে বিজয় প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আয়োজনে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. অনিকা ফারিহা জামান অর্ণা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ প্রতিবন্ধীর মাঝে এই শীত বস্ত্র (কম্বল) তুলে দিয়েছে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শেখ আবু তারেক মকুল ।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু , শাহমখদুম থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিম শেখ , ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন , সহ-সভাপতি কাসেম আলী , বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নাফিস ইত্তিহাদ-সহ আরো অনেকেই ।