সর্বশেষ সংবাদ :

নাট্য গবেষক দুলাল আর নেই

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ গ্রাম থিয়েটার সহ-সভাপতি ও লোক সাংস্কৃতির বাহক এবং নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন দুলাল হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকেল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কাজি সাঈদ হোসেনের বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পরিবারের ৬ ভাই বোনের মধ্যে দুলাল চতর্থ।
দুলালের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন জানান, বুধবার বিকেল ৫ টার দিকে সে বুকে ব্যাথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা দুলালকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কাজি সাঈদ হোসেন দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তার লাশ এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ পুঠিয়ার কাঁঠাল বাড়ি গ্রামে দেখতে আসছেন।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ৪:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ