আদমদীঘিতে অবৈধ সার মজুদের দায়ে জরিমানা

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে ৬৫ বস্তা রাসায়নিক সার মজুদ করায় স্বপন হোসেন নামে এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের এক সার ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তার দোকান তল্লাশি করে ইউরিয়া ২০ বস্তা, এমওপি-২০ বস্তা ও ডিএপি ২৫ বস্তা সার উদ্ধার করা হয়। এরপর লাইসেন্স বিহীন রাসায়নিক সার মজুদ করার দায়ে ওই ব্যবসায়রী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ