শুক্রবার, ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় স্কাউটের ৩৯৪তম ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫দিন ব্যাপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। নিতপুর মডেল সরকারি উ”চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন।
প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের উপস্থাপনায় এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, প্রশিক্ষক সেকেন্দার আলী, আব্দুল বাসেদ ও জান্নাতুন ফেরদাউস সহ উপজেলার কাব লিডার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সানশাইন/শামি