সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে লোকালয়ে মেছো বিড়াল পিটিয়ে হত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় সাতটার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উত্তরপাড়া গ্রামে খদেমুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে। বন বিভাগ এটিকে মেছো বিড়াল বললেও গ্রামবাসির দাবী এটি মেছো বাঘ।
প্রত্যক্ষদর্শীরা সোহাগ হোসেন জানান, আগ্রাণ উত্তরপাড়া গ্রামে মৃত আহম্মদ প্রামানিক ছেলে মফিজ উদ্দিনের (৫৫) বাড়ির সামনে মেছো বিড়াল ঘোরা ফেরা করতে দেখা যায়। আম বাগানের বেড়ার সাথে মেছো বিড়ালটি আটকে গেলে মৃত আহম্মদ প্রামানিক ছেলে মফিজ উদ্দিনের (৫৫) ও তার ছেলে শাহাদত হোসেনসহ ১২ থেকে ১৫ জন পিটিয়ে হত্যা করে।
মফিজ উদ্দিন বলেন, আরো একটি মেছো বাঘ এলাকায় আছে। শিয়ালে অত্যাচার করে তাই শিয়াল মনে করে বিড়াল মেরেছে জনগণ।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী নিয়মিত মামলার সুযোগ নেই। বনবিভাগের সাথে কথা হয়েছে তারা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, এটি মেছো বিড়াল। এটি হত্যা বন্ধে জনগণকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়াম খাতুন বলেন, বিষয়টি আসি জেনেছি। বনভিাগ এবং পুলিশকে ব্যাবস্থা গ্রহন করতে বলা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১ | সময়: ৪:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর