সান্তাহারে নারী চেয়ারম্যান প্রার্থী তৃপ্তিকে ঘিরে উচ্ছ্বাস

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ইউপি নির্বাচনে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে বেশ আলোচনা চলছে। রাজশাহী বিভাগ থেকে একমাত্র তিনিই ২০০৯ সালে ঢাকায় শ্রেষ্ঠ নারী আত্মকর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় যুব পুরস্কার পান। নারী হিসেবে প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকায় বেশ আলোচনা হচ্ছে তাকে নিয়ে।
জানা গেছে, আগামী ৫ জানুয়ারি উপজেলার ছয় ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। এরমধ্যে ৬ নম্বর সান্তাহার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনয়ন পাওয়া নারী উদ্যোক্তা নাহিদ সুলতানা তৃপ্তি।
স্থানীয়রা জানান, আদমদীঘির ইতিহাসে এবারই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথম বার নৌকা প্রতিক নিয়ে সরাসরি ভোটের মাঠে কোনো নারী প্রার্থী লড়ছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী, আওয়ামী লীগ নেতা ডিএম দুলাল জানান, সান্তাহারে এরআগে কখনো কোনো নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
চেয়ারম্যান প্রার্থী ও তৃপ্তি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবারই ভোটে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। জনগণ যাকে ভালো মনে করবে এবং সবসময় তাদের সুখে দুঃখে কাছে পাবে ভোটের মাঠে তাকে বেছে নেবে।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর, ভোট গ্রহণ ৫ ডিসেম্বর।


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ