সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
প্রেস বিজ্ঞপ্তি: জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বাঘা উপজেলা ভেন্যুতে গোদাগাড়ী উপজেলা ৩-২ গোলে দুর্গাপুর উপজেলাকে হারায় ও পুঠিয়া উপজেলা ভেন্যুতে বাগমারা উপজেলা ফুটবল দল ও চারঘাট উপজেলা ফুটবল দল গোল শুন্য ড্র করে।
আজকের খেলায় চারঘাট ভেন্যুতে পবা ও তােেনার উপজেলা ফুটবল দল, মোহনপুর উপজেলা ভেন্যুতে বাঘা উপজেলা ও পুঠিয়া উপজেলা ফুটবল দল অংশ নেবে।