রবিবার থেকে টিকা পাবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

ঢাকা অফিস: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে রবিবার (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও গৃহহীন মানুষদের টিকা দেওয়া শুরু করবে সরকার। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) ভ্যাকসিন স্থাপন কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক শিক্ষার্থীদের টিকাদান অভিযান পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “মিরপুরের জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় সকাল ৯টা থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। পরে, বিকেল সাড়ে ৪টায় কমলাপুর রেলস্টেশনে শহরের গৃহহীন মানুষদের টিকা দেওয়া হবে।“ ডিজিএইচএস তথ্য অনুসারে, রাজধানীতে থাকা ২ লাখ ৬৫ হাজার গৃহহীন মানুষকে জনসন অ্যান্ড জনসনের অন্তত এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। কোভিডের সংক্রমণরোধে সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে কঠোর সমালোচনার মধ্যেও আরও দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজের বন্ধ বাড়ানো হয়েছে। যদিও টিকাদান কার্যক্রমের শুরু থেকেই সরকার বলে আসছিল, শিক্ষার্থীদের টিকা দেওয়া একটি সর্বোচ্চ অগ্রাধিকার, যেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে। গত ১০ জানুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “দেশের ১ কোটি ১৬ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৪ লাখ শিক্ষার্থী অন্তত এক ডোজ, প্রায় ৪ লাখ ১৯ হাজার দুটি ডোজ টিকা পেয়েছে। তবে, ৭০ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী এখনও টিকার একটি ডোজও পায়নি। এদিকে, গত কয়েকদিনের মধ্যে শুক্রবার প্রথমবারের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টা নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন এবং মারা গেছেন আরও ৩০ জন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২ | সময়: ৪:০৮ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর