ভাঙ্গুড়ায় ৫-১১বছর বয়সী শিশুশিশুদের কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি শুরু 

ভাঙ্গুড়া প্রতিবেদক : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উপজেলার ১টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কেন্দ্রীয় টিকাদান কর্মসূচির আওতায় মঙ্গলবার থেকে ৫-১১বছর বয়সী শিশু শিক্ষার্থীদের গণটিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।

 

বুধবার(১২অক্টোবর)দুপুর ২টার দিকে পৌর সদরের ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির কার্যক্রমে মনিটরিং করেন,পৌরসভার মেয়র মো. গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন হোসেন, মেডিকেল অফিসার অব ডিজিজ কন্ট্রোল( গঙউঈ) ডাঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ উজ্জ্বল হোসেন,ডাঃ হুম্মে হুমায়রা সোমা, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জ্বল হোসেন,পৌর সভার প্যানেল মেয়র মো. বরাত আলী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির ট্রেকনিক্যাল কমিটির সদস্য বৃন্দ সহ প্রমূখ।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল -আমিন হোসেন জানান,উপজেলার ১শ’৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১১ বছর বয়সী ২০হাজার ১শ’ ৫০জন শিশু শিক্ষার্থীদের স্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং এ সময় অনুপস্থিত শিশুদের উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে জাতীয় কর্মসূচি বাস্তবায়ন হবে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইপি আই সমন্বয়কারি মো.আব্দুল করিম জানান,গত দু’দিনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১১ বছর বয়সী ২হাজার ৯শ’৭৯জন শিশু শিক্ষার্থীকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine