মোহনপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের ১দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

 

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্বারকলীপি প্রাদান করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হাতে তৈরি কোমলমতি শিক্ষার্থীরাই এক সময় দেশের প্রধানমন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার তাদের সকলকেই প্রাইমারি গণ্ডি পার হয়েই ওই জায়গায় যেতে হয়েছে। তাহলে আমরা কেন অবহেলিত থাকবো এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা ১০ম গ্রেড বাস্তবায়ন চাই।

 

বক্তারা আরও বলেন, পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়ার একজন সহকারী শিক্ষক ১৩ তম গ্রেডে মাত্র ১১ হাজার টাকা বেতন গ্রেডে (১১০০০+৪৯৫০+১৫০০+২০০) মোট ১৭৬৫০ টাকা পায়। মাসিক এ বেতনে সারকুলার না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্ট নিয়ে জীবন অতিবাহিত করে। এই বেতন ভাতা দিয়ে কখনই উন্নত জীবন মান সম্ভব নয়। আর এই কারণেই মেধাবীরা প্রাথমিকে শিক্ষাগতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছে।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেসার আহমেদ, গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোঃ অহিদুল হক সরকার, সিন্দুরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআলমগীর কবির, কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক গোলাম মাওলানা প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪ | সময়: ১২:০২ অপরাহ্ণ | Daily Sunshine