সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: রাজশাহীর তানোরে চোর সন্দেহে সোহান আলী (২০) নামের এক যুবক-কে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
গত সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউপির ইলামদোহী হাট-বাজারে এক ইউপি মেম্বার ও স্থানীয়দের মারপিটে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সোহান আলী ইলাদোহী গ্রামের মৃত সামশুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইলামদোহী হাট-বাজারে অবস্থিত সাবেক রফিকুল মেম্বারের মুদিখানার দোকানসহ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় হাতে-নাতে মেম্বার ও স্থানীয়রা সোহানকে ধরে গন-পিটুনি দিতে শুরু করে। এতে গুরুতর জখম হয় সোহান। পরে রাতে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানেই মারা যায় সোহান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের মর্গে পাঠান।
এ ঘটনায় তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, নিহত যুবক সোহানের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাতা বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ করছেন বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সানশাইন/ আর এক্স