সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ১০টি ওয়ান শুটারগানসহ শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী আবদুর রশিদ ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪ টায় আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আবদুর রশিদ উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুর রশিদ উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে তার শ্বশুর এখলাস উদ্দিনের বাড়িতে অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে রাজশাহীর র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘরের বড় টিনের বাক্সের ভিতরে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি ওয়ান শুটারগান উদ্ধার করেন।
কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আবদুর রশিদ একজন প্রাইভেটকার চালক। তিনি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আবদুর রশিদ এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তিনি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ মাদকদ্রব্য সহ ধরা পড়ে।
এ বিষয়ে বাঘা থানার উপ পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, র্যাব-৫ এর উপ পরিদর্শক জয়দেব শর্মা বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।